হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:: দুর্নীতি দমন কমিশণের কমিশণার (তদন্ত) এ এফএম আমিনুল ইসলাম সেন্টমার্টিন ও টেকনাফ সফর করছেন। তিনি ৪ মার্চ টেকনাফে এসে সেন্টমার্টিনদ্বীপ ভ্রমণ করে সন্ধ্যায় টেকনাফ ফিরে সড়ক ও জনপথ বিভাগের রেস্টহাউজে অবস্থান করছেন। ৫ মার্চ রবিবার সকাল ১০টায় টেকনাফ উপজেলা পরিষদের অডিটরিয়ামে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিদের সাথে মতবিনিময় এবং সততা সংঘের সমাবেশে অংশগ্রহণ করবেন। এতে টেকনাফ উপজেলার সকল সরকারী কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন বলে দুর্নীতি কমিশণারের একান্ত সচিব সৈয়দ রবিউল ইসলাম এবং টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিউল আলম স্বাক্ষরিত সফরসুচীতে জানানো হয়েছে। আলোচনা সভা শেষে তিনি রাঙ্গামাটির উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করবেন। রাঙ্গামাটির সাজেক এ রাতযাপন করে ৬ মার্চ বিভিন্ন স্থান পরিদর্শন করবেন। এরপর খাগড়াছড়ি পৌছে সার্কিট হাউজে রাত্রিযাপন করে ৭ মার্চ খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে আলোচনা সভা ও গণশুনানীতে অংশ নেবেন। বিকালে ঢাকার উদ্দেশ্যে খাগড়াছড়ি ত্যাগ করবেন। -