উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফ থেকে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
রোববার (১১ নভেম্বর) সকালে উপজেলার কচুবনিয়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের গুলি বিনিময়ের সময় তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বার্তা২৪