প্রকাশিত: ২৮/০৭/২০২২ ৩:৩৪ পিএম

এম আমান উল্লাহ আমান, টেকনাফ::
জাতীয় মৎস সপ্তাহ-২০২২ উপলক্ষে টেকনাফ উপজেলা মৎস অধিদপ্তর কতৃর্ক ১৫ জন মৎস্য চাষীকে মাছের খাদ্য বিতরণ করা হয়।

২৭ জুলাই বৃহস্পতিবার টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের কার্যালয়ে সুফলভোগীদের প্রশিক্ষণ ও মৎস্য খাদ্যসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

উক্ত মৎস্য খাদ্য ও উপকরণ বিতরণ শুভ উদ্বোধন করেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। এতে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা দেলোয়ার হোসেন, টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী, সমাজ সেবক নজরুল ইসলাম, আবদুস সালামসহ অনেকে ।

এসময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, সরকার মৎস্য চাষিদের উন্নয়নে বিভিন্নভাবে সহায়তা প্রদান করে যাচ্ছে। এতে একদিকে বেকারত্ব সমস্যা কাটিয়ে স্বনির্ভর হতে পারে একটি পরিবারের আয়ের উৎস। এদিকে প্রান্তিক মৎস্য চাষিরা মৎস্য খাদ্য পেয়ে ভবিষ্যতে তাদের পুকুর-খামারের প্রতি আরো অধিক আগ্রহ বেড়েছে বলে মন্তব্য করেন অনেকে।

পাঠকের মতামত