রোববার, ২৭ জুলাই ২০২৫
টেকনাফে এক লক্ষ ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ
প্রকাশিত - নভেম্বর ৩০, ২০১৭ ৯:১১ পিএম

হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফ অভিযান চালিয়ে এক লক্ষ পিস ইয়াবাসহ ২টি কাঠের নৌকা জব্দ করেছে পুলিশ। জানা যায়, ৩০ নভেম্বর দুপুর দেড়টায় টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় পুলিশী টহলদল নিয়ে সাবরাং ইউনিয়নের বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে ঘাটে অবস্থানরত দুটি নৌকা তল্লাশী চালিয়ে এক লক্ষ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। যার বাজার মূল্য ৩কোটি টাকা। এসময় কাউকে আটক করা না গেলেও ঘটনাস্থল হতে দুইটি নৌকা জব্দ করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা শেখ আশরাফুজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.