প্রকাশিত: ২৩/০৪/২০২২ ১১:১২ এএম

কক্সবাজার টেকনাফ উপজেলার সাবরাং বাজার এলাকায় অভিযানে চালিয়ে টেকনাফ উপজেলা পরিষদের প্রধান সহকারী (সিএ) সৈয়দ হোসেন মামুনসহ দুইজনকে ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-১৫।

এ ঘটনায় টেকনাফের মাদকের গডফাদারদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দিবাগত রাতে সাবরাং ইউপি’র সিকদার পাড়া বাজার এলাকা হতে তাদের আটক করা হয়।

আটকৃতরা হল- টেকনাফ উপজেলার সাবরাং ইউপির মৃত জহির আহমদের ছেড়ে সৈয়দ হোসেন মামুন (৩৭), একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল (২৫)।

আটক সৈয়দ হোসেন মামুন উপজেলা পরিষদের প্রধান সহকারী (সিএ) পদে কর্মরত।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল জানতে পারে টেকনাফ সাবরাং ইউনিয়ন সিকদারপাড়া বাজারস্থ ভাই ভাই মার্কেট মেসার্স মাস্টার জহির এন্ড সন্স ট্রেডার্স এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হবে।

এ সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে র‍্যাব অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়।আটক ব্যক্তিদের হেফাজতে থাকা গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মো. বিল্লাল উদ্দিন আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে উপজেলা পরিষদের প্রধান সহকারী (সিএ) সৈয়দ হোসেন মামুন আটকের ঘটনায় টেকনাফের মাদকের গডফাদারদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে। কারণ এ মামুন যদি ইয়াবার গডফাদারদের নাম প্রকাশ করে দেয়।

শোনা যায় টেকনাফের অনেক শীর্ষ ইয়াবা কারবারী আত্বসমর্পণ ও বন্দুক যুদ্ধে নিহত হলেও এখনো বীর দর্পে মাঠ চষে বেড়াচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভূক্ত কয়েকজন কারবারী। যারা কিনা টেকনাফের জনপ্রতিনিধি হিবেবেও বেশ পরিচিত। মূলত তাদের কারণেই টেকনাফে নতুন উদ্যমে ইয়াবা ও আইস মাদকের ভয়াবহ প্রবেশ ঘটছে।

এখন দেখার বিষয় হচ্ছে যে,মামুন আটকের পর তাদের নাম সামনে আসছে কিনা।

পাঠকের মতামত

কক্সবাজারে বাথরুমে ফেলে যাওয়া সেই নবজাতকের ঠাঁই হল নার্স মিনারার কোলে

কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুম থেকে উদ্ধার হওয়া ২ দিনের ফুটফুটে নবজাতককে দত্তক নিলেন ...

ঈদগাঁওতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ইউপি নির্বাচনে কারসাজি ও দুর্বৃত্তায়ন সহ্য করা হবেনা

আতিকুর রহমান মানিক, কক্সবাজার কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেছেন, দীর্ঘ আট বছর পর ...