জসিম উদ্দিন টিপু, টেকনাফ::
টেকনাফের দুইটি কলেজেই বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস তথা জাতীয় শিশু দিবস পালন করা হয়নি। গতকাল ছিল জাতির জনকের ৯৮তম জন্মদিন। দিবস উপলক্ষ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সমূহে আলোচনা সভা, রচনা প্রতিযোগীতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করার নির্দেশনা ছিল। এর আগে উপজেলা থেকে কলেজ এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালনের জন্য চিঠি দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর জন্মদিবস তথা জাতীয় শিশু দিবসটি জাতীয় ভাবে পালনের সিদ্ধান্তের আলোকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা সীমান্তের উচ্চ শিক্ষার বাহন টেকনাফ সরকারী ডিগ্রী কলেজ এবং হ্নীলা মাঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ কর্তৃপক্ষ মোটেও মানেনি। দেখাগেছে, কলেজ দুটিতে দিবস পালনতো দূরের কথা জাতীয় পতাকা পর্যন্ত উত্তোলন করা হয়নি। খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের সব স্কুল-মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। কলেজ দুইটি ছাড়া বাকী সব প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মদিবস তথা জাতীয় শিশু দিবসে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যদায় বিভিন্ন কর্মসূচী পালন করেছে। কিন্তু কলেজ দুটিতে জাতীয় দিবসটি পালন না করায় জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে প্রাথমিক-মাধ্যমিক স্তুরের শিক্ষক এবং ছাত্র/ছাত্রীদের অনেকে কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন পালন না করলেও চলবে বলে মনে করছেন। এব্যাপারে মাঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে জুমবার হওয়াতে দিবসটি পালন করা হয়নি জানিয়ে টেকনাফ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেখ মো: জয়নাল আবেদৗন জানান, আজ(শনিবার) দিবসটি পালন করা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ফেরদৌস হোসাইন জানান, কলেজ দুটিতে দিবস পালনের জন্য আগেই চিঠি দেওয়া হয়েছিল। তবে তারা কেন পালন করেনি তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম জানান, দুইটি কলেজের একটিও যে জাতীয় দিবসটি পালন করেনি তাতো খুবই দু:খজনক। এরাই যদি পালন না করে! তাহলে অন্যরাও আগামীতে নিরুৎসাহী হবে। বিষয়টি জাতীয় স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।#