জানা যায়,১১এপ্রিল দুপুর দেড়টারদিকে পূর্ব পানখালীস্থ মইন্যার জুম এলাকার আবুল হাশেমের মেয়ে এবং পাশ্ববর্তী আবু হুরাইরা (রাঃ) নুরানী কেজি মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রী রুনা জিয়া (৮)বাড়ি ফেরার পথে পাশ্ববর্তী এক অদক্ষ টমটম চালক ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেয়।
এই ঘটনায় মাদ্রাসা ছাত্রী রুনা জিয়া রক্তাক্ত হলে উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
তখন কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে হস্তান্তর করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত চিকিৎসাধীন মাদ্রাসা ছাত্রী আশংকামুক্ত রয়েছে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেন।