প্রকাশিত: ২৯/০৮/২০১৭ ৩:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৪ পিএম

নিউজ ডেস্ক::
সাংবাদিকের উপর হামলাকারী টেকনাফের বহুল আলোচিত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভুট্টো অবশেষ গ্রেফতার হয়েছে। সোমবার চট্টগ্রামের চন্দনাইশ থেকে ঢাকা থেকে আসা সিআইডির ‘অর্গনাইজ ক্রাইম’র একটি দল তাকে গ্রেফতার করতে সক্ষম হন। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন ‘অর্গনাইজ ক্রাইম’র এসএস মোল্লা নজরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চন্দনাইশ থেকে ভুট্টোকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে এক লাখ টাকা ও তার সিন্ডিকেটের ইয়াবা পাচারকারীদের নাম-পরিচয় সম্বলিত একটি দীর্ঘ তালিকা উদ্ধার করা হয়। ভুট্টোর বিরুদ্ধে আটটির বেশি মামলা রয়েছে। অধিকাংশই ইয়াবা পাচার মামলা। এছাড়া সাংবাদিকদের উপর হামলা মামলা রয়েছে একটি।

‘অর্গনাইজ ক্রাইম’র এসএস মোল্লা নজরুল ইসলাম বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি বাংলাদেশে শীর্ষ ১০ জন ইয়াবা ব্যবসায়ীর মধ্যে ভুট্টো একজন। সারা দেশেই বিস্তৃত তার ইয়াবা ব্যবসার নেটওয়ার্ক। এই জন্য সারাদেশে তার সিন্ডিকেটের সদস্য রয়েছে। ইয়াবা পাচার করে আয় করা বিপুল টাকা বিদেশ পাচার করেছে ভুট্টো।’

ভুট্টোকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে জানান ‘অর্গনাইজ ক্রাইম’র এসএস মোল্লা নজরুল ইসলাম।

পাঠকের মতামত

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...