প্রকাশিত: ০২/০১/২০১৭ ৮:২২ পিএম

জসিম উদ্দিন টিপু,টেকনাফ::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচনে হলুদ প্যানেল হতে টেকনাফের কৃতি সন্তান ডঃ ফরিদ উদ্দিন আহামেদ নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচিত হওয়ায় মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের গর্ভনিং বডি,মঈন উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট,প্রভাষক-প্রভাষিকা ও কর্মচারীরা অভিনন্দন জানিয়েছেন।
২জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে ডিন নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড.কামরুল হুদা জানান গত ২৭ ডিসেম্বর ৩২জন শিক্ষক ও ২৯ডিসেম্বর ২৮জন শিক্ষক অগ্রিম ভোট দেন।ডিন নির্বাচনের ফলাফলে সাদা দলের প্যানেলকে পরাজিত করে প্রগতিশীল শিক্ষক সমাজ হলুদ প্যানেলের আহ্বায়ক ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড.সুলতান আহমেদ,কলা ও মানববিদ্যা অনুষদে অধ্যাপক ড.সেকান্দর চৌধুরী,বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড.সফিউল আলম,ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক ড.আওরঙ্গজেব,সমাজ বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড.ফরিদ উদ্দিন আহামেদ,জীব বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড.মাহাবুবুর রহমান ও ইঞ্জিনিয়ারিং অনুষদের অধ্যাপক ড.শংকর লাল সাহা নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বে তিনি রাষ্ট্রপতি মনোনীত বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান গবেষণা ইন্সস্টিটিউটের পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। উল্লেখ্য তিনি ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয় হতে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন এবং ভারতের নয়াদিল্লীতে অবস্থিত সার্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন।এই নির্বাচনে টেকনাফস্থ হ্নীলার কৃতি সন্তান, হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট ও কলেজ গর্ভনিং বডির সদস্যবৃন্দ,শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

পাঠকের মতামত

সেভ দ্য চিলড্রেন ও ইউরোপীয় কমিশন এর বিয়ন্ড দ্য ডার্কনেস বইয়ের মোড়ক উন্মোচন

সেভ দ্য চিলড্রেন আজ ইউরোপিয়ান সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস (ECHO)-এর সহযোগিতায় প্রকাশিত বই ...

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক-এর উদ্যোগে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস পালিত

তিন শতাধিক মানুষের অংশগ্রহণে কক্সবাজার সমুদ্র সৈকতে ব্যতিক্রমী ‘বিচ ক্লিনআপ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত পর্যটন নগরী কক্সবাজারকে ...

উখিয়ায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা প্রাপ্তি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ায় অনগ্রসর এলাকার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কমিউনিটি ক্লিনিকে সেবা প্রাপ্তি বিষয়ক পরিকল্পনা ...

নাইক্ষংছড়ি থানার ওসি ও দলের নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতার মামলা বাণিজ্যের অডিও ফাঁস!

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়িতে থানার অফিসার ইনচার্জ(ওসি) ও দলের নাম ভাঙ্গিয়ে সাবেক উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমানের ...