উখিয়া নিউজ ডটকম::
বাংলাদেশে অবস্থানরত অনিবন্ধিত মিয়ানমার রোহিঙ্গা নাগরিকদের গননা কাজ আবার শুরু হয়েছে। গতকাল শনিবার থেকে ১০ মার্চ পর্যন্ত এ শুমারি কার্যক্রম চলবে। গতকাল থেকে শুরু হওয়া এ শুমারি কার্যক্রম পরিদর্শন করেছেন পরিকল্পনার মন্ত্রনালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব একেএম মোজাম্মেল হক।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কক্সবাজার জেলা উপ-পরিচালক মোঃ ওয়াহিদুর রহমান বলেন, গতকাল শনিবার থেকে কক্সবাজার জেলার টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, রামু ও চকরিয়া উপজেলায় শুমারি কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে সম্প্রতি মিয়ানমার থেকে নতুন ভাবে আসা অনিবন্ধিত রোহিঙ্গা নাগরিকদের গণনায় অর্ন্তভূক্ত করা হবে।
এছাড়াও গত বছরের জুলাইয়ের সম্পন্ন হওয়া মিয়ানমারের অনিবন্ধিত রোহিঙ্গা নাগরিকদের যারা বাদ পড়ে ছিল তাদেরও অর্ন্তভূক্ত করা হবে। এ ৫ উপজেলায় একজন সুপারভাইজার ও একজন গননাকারী মিলে একটি টিম।
২শ টিমে ৪শ জনবল আগামী ১০ মার্চের মধ্যে এ শুমারি কাজ সম্পন্ন করবে। এদিকে গতকাল শনিবার শুমারি কাজের মাঠ পর্যায়ে পরিদর্শনে আসেন পরিকল্পনার মন্ত্রনালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব একেএম মোজাম্মেল হক।
এসময় তার সাথে ছিলেন পরিসংখ্যান ব্যুরো চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোঃ এমদাদুল হক, বাংলাদেশে অবস্থানরত অনিবন্ধিত মিয়ানমার রোহিঙ্গা নাগরিকদের গননা প্রকল্প/২০১৫ এর প্রকল্প পরিচালক মোঃ আলমগীর হোসেন, কক্সবাজার উপ-পরিচালক মোঃ ওয়াহিদুর রহমান সহ কর্মকর্তারা।