প্রকাশিত: ৩০/১২/২০১৭ ৩:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৪৫ এএম
ফাইল ছবি

নিউজ ডেস্ক;:

ফাইল ছবি

গত বছরের তুলনায় চলতি বছরে জেএসসি ও জেডিসিতে মোট ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছরের চেয়ে এবার পাস না করতে পারা স্কুলের সংখ্যা ৩১টি বেড়েছে বলে জানা যায়।
জানা যায়, গত বছর শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৪৫০টি এবং ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি।
শনিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল তুলে ধরেন। এসময় মন্ত্রী সাংবাদিকদের জানান যে, এবার মোট ২৮ হাজার ৮২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেএসসি ও জিডিসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
আরো জানা যায়, ঢাকা বোর্ডে ৬, রাজশাহীতে ৫, কুমিল্লায় ১, যশোরে ৯ এবং দিনাজপুরের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। তবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বোর্ডের কোনো স্কুল শতভাগ পাস করতে পারেনি এমন নেই।
উল্লেখ্য, মাদ্রাসা শিক্ষা বোর্ডে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৭২০টি। আর এই বোর্ডের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাস করেনি। অবশ্য গত বছর এর সংখ্যা ছিল ২০টি।

পাঠকের মতামত

১০ হাজার বাস রিজার্ভ, জামায়াতের সমাবেশে অংশ নেবে ১০ লাখের বেশি নেতাকর্মী

আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এই সমাবেশকে দলের ...

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারের মধ্যে যোগাযোগ বাড়াতে নেওয়া কৌশলগত ‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প’ ২০২৭ ...

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকা অবরুদ্ধ

বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের ...