প্রকাশিত: ২৮/০২/২০২২ ৭:১৫ এএম

মো. আবু দারদা লিমন, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কক্সবাজার জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মো. রাশেদুল ইসলামকে (৪৬ তম ব্যাচ) সভাপতি এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোস্তফা আমির ফয়সালকে (৪৬ তম ব্যাচ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ববতী কমিটির সভাপতি মো: আবু ওয়ালিদ ও সাধারণ সম্পাদক রিজন বড়ুয়ার অনুমোদনক্রমে এই কমিটি গঠিত হয়।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে ৪৬ তম ব্যাচের ওসমান গণি রাসেল, ঈশিতা চৌধুরী, মংবালাইন রাখাইন, নওরীন জামিলা রিমু, ফারাহ নাজ ইফতি দায়িত্ব পেয়েছেন। যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ৪৬ তম ব্যাচের আবিদ বিন সিদ্দিকী, ইখতিয়ার উদ্দীন মাহমুদ, তাসফিয়া আফরিন ফারিয়া, গিয়াস উদ্দীন আহমেদ, নিশাদুল ইসলাম, ইয়াসমিন আখতার সাংগঠনিক সম্পাদক হিসেবে রুহান উদ্দীন, হাসান আবরার, শহীদুল ইসলাম, আরমানুল ইসলাম তামিম, অর্পিতা বড়ুয়া প্রজ্ঞা, মংহ্লাচিন রাখাইন, উ থং ইয়ান দায়িত্ব পেয়েছেন।

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে ওয়াহিদ জামান, উপ-দপ্তর সম্পাদক হিসেবে নাসির উদ্দিন, অর্থ সম্পাদক হিসেবে ইফতেখার আহমেদ তানভীর, উপ-অর্থ সম্পাদক হিসেবে তাহেরুল ইসলাম, প্রচার সম্পাদক হিসেবে কামরুল ইসলাম মামুন, উপ-প্রচার সম্পাদক হিসেবে সানাউল্লাহ বাবর, শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে মো. রমজান আলী, উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে প্রাণময় বড়ুয়া নিলয় অনুষ্ঠান বিষয়ক সম্পাদক হিসেবে মঈন উদ্দীন উপ-অনুষ্ঠান বিষয়ক সম্পাদক হিসেবে জেড বি নিশাত ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে মুনজারীন শাওন উপ-ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে আফসানা সাইদ রিবা দায়িত্ব পেয়েছেন। নবগঠিত কমিটিতে কার্যকরী সদস্য হয়েছেন প্রজ্ঞা বড়ুয়া, সাদাত কাবী, তৌহিদ জিসান, সাকিবুজ্জামান আকাশ, আমিনুল ইসলাম, ইমরান খান।

পাঠকের মতামত

নিরাপত্তারক্ষীর কাজ করে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এখন বিসিএস ক্যাডার

গল্প-আড্ডায় বিশ্ববিদ্যালয়জীবনটা উপভোগের সুযোগ আবদুল মোত্তালিবের হয়নি। দুপুর গড়ালেই তাঁকে ছুটতে হতো কাজে। অসচ্ছলতার কারণে ...

এবার মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রথম তানজিম সর্বা

সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ ...