প্রকাশিত: ২৩/০৪/২০২২ ১১:২৯ এএম

বৈশাখের ঘণ্টাখানেকের বৃষ্টিতে কক্সবাজার শহরজুড়ে জনজীবনে ঘটেছে ছন্দপতন। ভোগান্তিতে পড়ে পথচারী, ঈদবাজারে আসা ক্রেতা ও ব্যবসায়ীরা। শুক্রবার রাত ১০টার দিকে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়ে থামে ১১ টার দিকে। তবে ততক্ষণে শহরের প্রধান সড়ক, অলিগলি ও মাকেটগুলোতে টালমাটাল অবস্থা। বৃষ্টির পানিতে ডুবে যায় প্রধান সড়ক, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। মার্কেটগুলোতে কাঁদা ও ময়লা পানি প্রবেশ করার কারণে বেকায়দা পড়েন ব্যবসায়ীরা। সবমিলিয়ে চরম ভোগান্তিতে পড়ে শহরবাসী।

শুক্রবার রাতে শহরের বাজারঘাটা এলাকা ঘুরে দেখা যায়, সড়কজুড়ে যানজট। ছুটির দিন হওয়ায় ঈদবাজারে মানুষের ভিড়ও ছিল বেশী। এই বৃষ্টি মানসিক প্রশান্তি দিলেও দুর্ভোগ পোহাতে হয়েছে প্রধান সড়ক দুই পাশের ব্যবসায়ীদের। সড়ক সংস্কার কাজ চলমান থাকায় বৃষ্টির পানি ঢুকে পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানে।
অঝোর ধারায় বৃষ্টি শুরু হলে পানি ঢুকে পড়ে ব্যবসা প্রতিষ্ঠান ও ফুটপাতে। এতে ভোগান্তিতে পড়ে শহরবাসী। যারা বিভিন্ন কাজে বাইরে বের হয়ে বৃষ্টিতে আটকা পড়েন, তারা বাধ্য হয়ে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে উপর দিয়ে নোংরা পানি মাড়িয়ে চলতে বাধ্য হন।
তলিয়ে গেছে প্রধান সড়কের কয়েকটি অংশ, বাজারঘাটা, হকার মার্কেট, পৌরসভা মার্কেটের সামনে, বার্মিজ মার্কেটসহ আরও কয়েকটি এলাকা। ঈদ বাজারের ক্রেতাদেরও পড়তে হয়েছে দুর্ভোগে। বিশেষ নারীরা চলাচলের পথ কাদায় ভরে যাওয়ার কারণে বিপাকে পড়েছিলেন।

বাজারঘাটা এলাকার ব্যবসায়ী আবু তালেব দোকানে পানি ঢুকে পড়ায় পাইপ দিয়ে তা বাহিরে নিষ্কাশন করছেন। বৃষ্টির পানিতে কয়েক লাখ টাকার মালামাল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এ ব্যবসায়ী।
পথচারী জসিম উদ্দিন জানান, প্রধান সড়ক সংস্কারের দীর্ঘ সুত্রিতার মাসুল দিচ্ছে সাধারন জনগন। যা কখনো কাম্য নয়। সামনের বৃষ্টির মৌসুমেও যদি এ অবস্থা থাকে তাহলে আরও দুর্ভোগে পড়তে হবে সাধারন মানুষকে। তাই দ্রæত এসব সড়কের কাজ শেষ করার দাবি জানাচ্ছি।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...