প্রকাশিত: ৩১/১০/২০২১ ৭:৪৪ এএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া::
রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী নৌকা প্রতীকের নুরুল হুদার পক্ষে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান নুরুল কবির চৌধুরীকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন। ৩০ অক্টোবর (শনিবার) বেলা ১২ টায় উখিয়া প্রেস ক্লাবের হল রুমে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে নুরুল কবির চৌধুরী আরো বলেন, বর্তমান চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী প্রভাবশালী ও বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। রাষ্ট্রবিরোধী নানা অপকর্ম এবং বিরোধী দলের জ্বালাও পোড়াও রাজনীতির গড়ফাদার ছিলেন। তিনি নির্বাচন থেকে সরে দাড়িঁয়ে এখন আওয়ামীলীগের নৌকা প্রার্থীর পক্ষে বিভিন্ন সভা সমাবেশে আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছেন। এমনকি তার লাইসেন্সধারী বন্দুক, অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী বাহিনী গঠন করে এলাকায় রীতিমত মহড়া প্রদর্শন করছেন। সাধারণ ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছেন। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার চক্রান্ত করছেন। রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে খুনের ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। তার সময়ে রত্নাপালং ইউনিয়নে ফোর মার্ডারসহ ১৪ টি খুনের ঘটনা ঘটেছে। সচতোর চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী যে কোনো ভাবে নির্বাচন বানচাল করে তিনি চেয়ারম্যান পদে অধিষ্টিত থেকে যাওয়ার ফন্দি এটেছেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরীকে আইনের আওতায় এনে লাইসেন্সধারী ও অবৈধ অস্ত্র উদ্ধার করে তাকে এলাকা ছাড়ার দাবি জানিয়েছেন। নচেৎ সুস্ঠু নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হতে পারে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির চৌধুরী বলেন, জীবনমান উন্নয়ন, সুপেয় পানি, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, বেকারত্ব দূরিকরণে রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের চাকরি নিশ্চিতকরণ, মাদকমুক্ত সমাজ বিনির্মাণ, স্কুল-মাদ্রাসা এবং রাস্তাঘাটের উন্নয়নের মাধ্যমে নাগরিক সেবা দিতে অতীতের মতো কাজ করবেন। তার লক্ষ্য ইউনিয়নবাসীকে শান্তিতে রাখা এবং একটি আধুনিক ও মডেল ইউনিয়ন উপহার দেওয়া। এই ইউনিয়নের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে তিনি খোলামেলা আলোচনা করেন। এবং তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী তার বিরুদ্ধে আনিক সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

পাঠকের মতামত