বুধবার, ৬ আগস্ট ২০২৫
চেকপোস্টে আটক ৫ রোহিঙ্গাকে কুতুপালং ক্যাম্পে ফেরত
প্রকাশিত - জুলাই ৭, ২০১৮ ৬:৪৭ পিএম

ডেস্ক রিপোর্টঃদর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট থেকে আটক ৫ রোহিঙ্গাকে দামুডহুদা মডেল থানার পুলিশ শনিবার বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠিয়েছে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার দুপুরে ৫ যুবক ভারতে যাওয়ার জন্য দর্শনাচেকপোস্টে আসে। কথা শুনে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তাদের কাছে নাম পরিচয় জানতে চাইলে তারা কিছুই বলতে না পারায় ইমিগ্রেশন পুলিশ ৫ জনকে আটক করে।
আটককৃতদের পার্সপোটের ঠিকানা হল- চুয়াডাঙ্গা সদর উপজেলার কেষ্টপুর গ্রামের নুর ইসলামের ছেলে সাকার (২৪) (পাসপোর্ট নং ঊঞ ০৫৯৯০৪৮), মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার আডিয়াল বাজার গ্রামের আ. জলিলের ছেলে সাদেক (১৮) (পাসপোর্ট নং ইঞ ০৬০৯৮৮০), একই এলাকার আ. জলিলের ছেলে আয়াল (২৫) (পাসপোর্ট নং ইঞ ০৬০৯৭৭১), একই জেলার টঙ্গিবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে আমিন (২৫) (পাসপোর্ট নং ইঞ ০৫৩৪৬৯২) ও ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার সামাসপুর গ্রামের হারুনের ছেলে হারেশ (২৯) পাসপোর্ট নং ইজ ০১৮১০০৩২)। পরে তাদের দামুডহুদা মডেল থানায সোপর্দ করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, আটককৃত ৫ জনকে জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা রোহিঙ্গা নাগরিক। বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট সংগ্রহ করে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।
Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.