ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৫/২০২৩ ৯:২৫ এএম

একসময়ে ফিচার ফোনের জন্য তুমুল জনপ্রিয় নকিয়া নতুন দুটি ফিচার ফোন বাজারে এনেছে। নকিয়া ১১০ ও ১০৫ (২০২৩ সংস্করণ) ফোন দুটির ব্যাটারির ক্ষমতা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। নকিয়ার নতুন ফোন দুটিতে দেওয়া হয়েছে শক্তিশালী ব্যাটারি। ফোনগুলোতে আছে এফএম রেডিও, এমপি থ্রি প্লেয়ার এবং টর্চ লাইটের মতো নিয়মিত কিছু ফিচার।

যা আছে ২০২৩ সংস্করণের ফোন দুটিতে
নকিয়া ১১০: নকিয়া ১১০ মডেলের নতুন সংস্করণে রয়েছে ১ দশমিক ৮ ইঞ্চির কিউকিউভিজিএ ডিসপ্লে। এস৩০ প্লাস অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি। এটি নকিয়ার ফিচার ফোনের বানানো বিশেষ অপারেটিং সিস্টেম। ফোনে দেওয়া হয়েছে ১ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।

নকিয়া ১০৫: নকিয়া ১০৫ মডেলের ফিচার ফোনেও রয়েছে ১ দশমিক ৮ ইঞ্চির কিউকিউভিজিএ ডিসপ্লে। এই ফোনেও থাকছে নকিয়ার নিজস্ব এস৩০ প্লাস অপারেটিং সিস্টেম এবং ১ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। নকিয়ার দাবি, নতুন ফোন দুটিতে একবার চার্জ দেওয়া হলে টানা ২২ দিন চলবে। ফোনগুলো স্ট্যান্ডবাই মুডে থাকলে এই ব্যাকআপ পাওয়া যাবে।

পাঠকের মতামত

তেল ছাড়ায় চলবে বাজাজ বাইক!

শীঘ্রই প্রথম সিএনজি মোটরসাইকেল চালু করার প্রস্তুতি নিচ্ছে বাজাজ। বাইকটি বাজারে আসলে তেল খরচ নিয়ে ...

টেলিটকের ৪৮ লক্ষ গ্রাহকের সমস্যা দূর করার জন্য যাদুকরি পদক্ষেপ : পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেছেন, জীবন কানক্টেভিটি হবে বিটিসিএলর লাইফ ...