
শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানের অবহেলিত নাইক্ষ্যংছড়ি উপজেলাকে আধুনিক ও বাণিজ্যিক উপজেলা রূপ দিতে সীমান্তে স্থলবন্দর স্থাপনের দাবীতে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাক্ ঢালার আমতলী মাঠ এলাকায় আ বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১১টায় মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার ৪টি ইউনিয়নের শত শত নারী পুরুষ। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দোকানের সামনেই দাঁড়িয়ে গেলেও পথচারী, রিকশা-ভ্যান চালক কেউ-ই বাদ পড়েননি। যার যার অবস্থান থেকেই নিজের তাগিদে দাঁড়িয়েছেন মানববন্ধনে। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই মানববন্ধন আমতলী মাঠ থেকে অর্ধ কিলোমিটার দীর্ঘ হয়।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন- পার্বত্য এলাকার মানুষের উন্নয়ন করতে চাইলে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৩-৪৪ নং পিলারের মধ্যবর্তী চেরারমাঠ-আমতলীমাঠ এলাকায় ট্রানজিট পয়েন্ট স্থাপন প্রয়োজন। এতে করে পুরো উপজেলার মানুষ উপকৃত হবে। স্থল বন্দর চালু হলে উভয় দেশের ব্যবসা বাণিজ্যে উন্নয়নের দ্বার খুলে যাবে নতুন করে। বক্তারা আরো বলেন- ঘুমধুমে স্থল বন্দর হউক সেটা আমরাও চাই, তবে নাইক্ষ্যংছড়ি তথা পার্বত্য অঞ্চলের মানুষকে ডিঙ্গিয়ে পাশর্^বর্তী এলাকার মানুষের সুযোগের জন্য নয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক তসলিম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম, উপজেলা আওমীলীগ নেতা ডা: সিরাজুল হক, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোজ্জাফর আহমদ, নাইক্ষ্যংছড়ি প্রেস কাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার নয়ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদরুল্লাহ কবির বিন্দু প্রমূখ।
এ কর্মসূচির সঙ্গে সব রাজনৈতিক দলের নেতারা এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলার ৪টি ইউনিয়নের সর্বস্তরের মানুষ।
সকলের মুখে একটাই দাবি, পিছিয়ে পড়া নাইক্ষ্যংছড়ি উপজেলার ৪টি ইউনিয়নের পঞ্চাশ হাজার মানুষের জীবনমান উন্নয়নে স্থলবন্দর স্থাপন করতেই হবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৩-৪৪ নং পিলারের মধ্যবর্তী চেরারমাঠ-আমতলীমাঠ এলাকায় ট্রানজিট পয়েন্টে । শিশু থেকে তরুণ-যুবক কিংবা বয়োবৃদ্ধ সবাই এসেছিলেন প্রাণের দাবি বাস্তবায়নে। শিা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ ব্যানার হাতে আওয়াজ তুললেন- স্থলবন্দর সীমান্তের চাক্ ঢালায় চাই। এরপরেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।
এদিকে আজ শুক্রবার (১০ মার্চ) ঘুমধুম স্থল বন্দরের সম্ভাব্যতা যাচাই করতে যাচ্ছেন নাইক্ষ্যংছড়ি পরিদর্শনে যাচ্ছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি।
পাঠকের মতামত