ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/১১/২০২৪ ৪:০৯ পিএম , আপডেট: ২৪/১১/২০২৪ ৪:১৪ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।
রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজের নলবিলার ডলমপীর জামে মসজিদের সামনে ও শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে উত্তর হারবাং এলাকায় লরির ধাক্কায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন: বোরহান উদ্দিন (৪০) মোটরসাইকেল আরোহী ওষুধ কোম্পানি বায়োফার্মার এরিয়া ম্যানেজার; তিনি পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের বাসিন্দা এবং সোহেল (১৮) ও মোহাম্মদ রিফাত (১৯) চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যার বাসিন্দা।

আহতরা হলেন: সোনালী ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার গিয়াস উদ্দিন (৪২) ও বায়োফার্মা কোম্পানির সেলস অফিসার মো. আজমগীর (৪৮)।

মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এরমধ্যে বায়োফার্মার এরিয়া ম্যানেজার বোরহান উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্য দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনাকবলিত ইটবোঝাই ডাম্পার ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

অপরদিকে শনিবার রাত ১০টার দিকে উত্তর হারবাং এলাকায় লরির ধাক্কায় দুই বাইক আরোহী মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ রিফাত নিহত হয়েছেন।

রাতে দুর্ঘটনা পর বাইকটি দুমড়ে-মুচড়ে যায়। লরি নিয়ে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে সড়ক নিরাপত্তা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...