চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি অংশে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও কয়েকজন।
শনিবার (২১ মার্চ) রাত পৌনে ১০ টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি অংশে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাযায়নি। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে উদ্ধার অভিযানে আছি। এখন পর্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।