চট্টগ্রামে এক যুবককে থানায় নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের সাথে শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার রাত ১২টার দিকে, চকবাজার থানার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আরিফ নামে এক যুবককে ধরে চকবাজার থানায় নিয়ে যান ছাত্রদল কর্মীরা। তাদের অভিযোগ, আরিফ ছাত্রলীগ কর্মী। কিন্তু ওই যুবককে নিজেদের কর্মী দাবি করে তাকে থানা থেকে ছাড়িয়ে আনতে যান শিবির নেতা-কর্মীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে দুই পক্ষকে থানা এলাকা থেকে সরিয়ে দেয়। পরে, পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার ঘটনায় একে অন্যকে দায়ী করছে ছাত্রদল ও শিবির।
ছাত্র শিবিরের উত্তর শাখার প্রচার সম্পাদক সিরাজ মানিক জানান, জাবেরুল ইসলাম নামে তাদের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া তাদের ১৫ থেকে ২০ জন নেতা কর্মী আহত হন বলে তিনি দাবি করেন।
অন্যদিকে যুবদলের এক নেতার দাবি, ছাত্রশিবির তাদের নেতা–কর্মীদের ওপর থানা এলাকায় হামলা চালিয়েছে। হামলায় তাদের ১০ জন আহত হয়েছে বলেও দাবি তার।