ডেস্ক রিপোর্ট::
রাজশাহী নগরীর বহরমপুর ব্যাংক কলোনি এলাকার নিজের ঘর থেকে রাজশাহী মেডিকেল কলেজের এক ছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার বিকেলে ঘরে ফ্যানে তার ঝুলে থাকা মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জান্নাতুন ওয়াদিয়া মিতু নামের ওই তরুণী চাঁপাইনবাবগঞ্জের বালুগ্রাম কলেজের অধ্যক্ষ মতিউর রহমানের মেয়ে এবং রাজশাহী মেডিকেল কলেজের বিডিএস ২৫ ব্যাচের শিক্ষার্থী।
সহপাঠিরা জানান, বাবা-মায়ের সঙ্গে নগরীর বহরমপুর ব্যাংক কলোনী এলাকায় থাকতেন মিতু। বিডিএস ২৫ ব্যাচের ছাত্রী হলেও একবছর অকৃতকার্য হওয়ায় মিতু ২৬ ব্যাচের সঙ্গে নিয়মিত ক্লাস করতেন। শনিবার তার মাইক্রোবায়োলজি পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষা ভালো না হওয়ায় মন খারাপ করে বাড়ি ফেরেন মিতু। ওই সময় তার মা-বাবা বাড়ির বাইরে ছিলেন।
তারা আরও জানান, মিতু এক বছর পিছিয়ে যাওয়ায় হতাশায় ভূগছিলেন। মন খারাপ করে থাকতেন। আত্মহত্যার কথাও বলতেন।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত তার পরীক্ষা ছিল। পরীক্ষা খারাপ হওয়ায় তার মন খারাপ হয়। পরে বাড়িতে গিয়ে গলায় ওড়না বেধে ফ্যানে ঝুলে মিতু আত্মহত্যা করেন বলে তার ধারণা।
তিনি জানান, এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে। লাশ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে পরিবার চাইলে এমনিতেও মরদেহ হস্তান্তর করা হতে পারে।