সরওয়ার আলম শাহীন,উখিয়া নিউজ ডটকম::
উখিয়া টেকনাফে অবস্থানরত রোহিঙ্গাদের ঘিরে জঙ্গি তৎপরতার কথা নতুন নয়। শুধুমাত্র ক্যাম্প ভিত্তিক জঙ্গিদের নিরাপদ রাখতে জঙ্গি সালাউল ইসলাম ক্যাম্পের রোহিঙ্গাদের বিপুল পরিমান আর্থিক সাহায্য দিয়ে যাচ্ছিল। বিভিন্ন সময়ে রোহিঙ্গা ক্যাম্প ভিক্তিক জঙ্গি তৎপরতা চললেও তা ছিল গোপনে।এ জঙ্গি তৎপরতা ও এর অর্থের যোগানদাতা হিসেবে বারবার মিডিয়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের আরএসওর সামরিক প্রধান জঙ্গি সালাউল ইসলামের নাম এলেও কক্সবাজারের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে একাধিক বার পার পেয়ে গেছেন তিনি। কিন্ত এবার আর রক্ষা হলোনা। টেকনাফের শাপলাপুরে একটি বাড়ীতে গোপন বৈঠক চলাকালে বহুল আলোচিত ব্যক্তি হাফেজ সালাউল ইসলামকে এক সৌদি নাগরিকসহ ৪ জনকে আটক করেছে বিজিবি।আটক অপর তিনজন হচ্ছে- সৌদি নাগরিক আবু সালেহ আল গাদ্দানি, আর.এস.ও নেতা মাওলানা ইব্রাহিম ও টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.লীগ নেতা জাফর আহমদের বেয়াই মৌলভি ছৈয়দ করিম। শনিবার (৩০ জুলাই) বিকালে মৌলভী ছৈয়দ করিমের বাসায় গোপন বৈঠক থেকে তাদের গ্রেফতার করা হয়।