সাতক্ষীরা: বর্তমান সময়ে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বিশেষ করে বাংলাদেশের এলিট শ্রেণীর লোকদের মাঝাতো মোটেই নয়। তবে সত্যি এমন একজন মহত মানুষের সন্ধান পাওয়া গেল সাতক্ষীরায়। এর আগে রাস্তা মেরামতে শ্রমিকদের সঙ্গে মাটি কেটে আলোচনায় আসেন সাতক্ষীরা-৪ আসনের এমপি জগলুল হায়দার।
তবে এবার আরেক নজির স্থাপন করলেন এই সংসদ সদস্য। বুদ্ধি প্রতিবন্ধী রিজিয়াকে নিজ হাতে খাইয়ে দেশ ও দেশের মানুষের কাছে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকলেন জগলুল হায়দার এমপি।
মঙ্গলবার দুপুরের দিকে না খেয়ে প্রচণ্ড রোদে রাস্তার পাশে শুয়েছিলেন বুদ্ধি প্রতিবন্ধী রিজিয়া। প্রচণ্ড গরম আর পেটের ক্ষুধায় ছটফট করছিলেন তিনি। বারবার পথচারীদের কাছে খাবারের জন্য কাকুতি মিনতি করছিলেন। হঠাৎ ওই পথ দিয়ে যাচ্ছিলেন সাতক্ষীরা- ৪ আসনের এমপি জগলুল হায়দার।
সবাই পাশ কাটিয়ে গেলেও সংস্কৃতিমনা জগলুল হায়দারের চোখ ঠেকল ক্ষুধার্ত রিজিয়ার দিকে। গাড়ি থেকে নেমে তাৎক্ষণিক বাজার থেকে খাবার আর নতুন জামা নিয়ে পাগলির কাছে যান। খাবার পেয়ে রিজিয়ার চোখে-মুখে ফুটে উঠে এক অকৃত্রিম হাসি। বুদ্ধি প্রতিবন্ধী রিজিয়াকে প্রায় ৩৫ মিনিট ধরে নিজ হাতে মাংস আর খিচুড়ি খাওয়ালেন এমপি জগলুল হায়দার।
এ দৃশ্য দেখে পথচারীরা হতবাক হয়ে যান। তারা এমপির এ ধরনের মহানুভাবতার জন্য ধন্যবাদ জানান। সত্যিই তিনি একজন জনদরদী এমপি- এমন কথা বলেন পথচারীরা।