[caption id="attachment_52642" align="alignleft" width="600"]
ছবি-প্রতীকী[/caption]ব্রাহ্মণবাড়িয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক।
|
শুক্রবার ভোর প্রায় ৩ টার দিকে বিজয়নগর ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর মাইক্রোতে আগুন ধরে যায়। এতে নিহত ৬ জনের মধ্যে ৫ জনের লাশ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)।
আহতরা হলেন- মাইক্রোবাসের যাত্রী জিসান (২৪), শাহিন (৩০), আবির (১৯) ও বিজয় (১৯)। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার জানান, বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের পর মাইক্রোতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৬ যাত্রী নিহত হন। আহত হন আরও ৪ জন।