ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ৯:৫৭ এএম

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়া আপোষ না করায় বিদেশ যেতে পারেননি। নাগরিক টিভির এডিটর ইন চিফের সঙ্গে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের নেত্রী (শেখ হাসিনা) জীবন রক্ষার্থে দেশ ত্যাগ করেছিলেন, তাঁর বেঁচে থাকার প্রয়োজন ছিল কারণ তাদের (ছাত্র-জনতার) সেদিন প্ল্যানই ছিল যে তাকে (শেখ হাসিনা) কিল (হত্যা) করবে । আর খালেদা জিয়া আপোষ করেননি, তাই যেতে পারেননি কারণ তিনি অসুস্থ ছিলেন।”

৫ আগস্টের আন্দোলনের সময়কার অভিজ্ঞতা শেয়ার করে কাদের জানান, “ছাত্ররাই আমাকে রক্ষা করেছে।” তিনি স্বীকার করেন, সে সময় কিছু সময় আত্মগোপনেও থাকতে হয়েছিল। গণতন্ত্র ও উন্নয়ন প্রসঙ্গে প্রশ্নের জবাবে কাদের বলেন, “ভুল হলে স্বীকার করব। উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে। আমরা আত্মসমালোচনা করি এবং আলোচনাও করি।”

২০১৮ সালের ‘রাতের ভোট’ ও ২০২৪ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ভুল হলে স্বীকার করব। তবে আমরা দেশে ফিরে জনগণের মুখোমুখি হব।” সবশেষে তিনি বলেন, “গাটারে পড়েছি, সেটা স্বীকার করি। তবে উঠে আসার আশা আছে। আমরা যা করব, দেশের মাটিতে ফিরে করব।

পাঠকের মতামত

ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম, সেক্রেটারি সিবগাতুল্লাহ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম সাদ্দাম। আর সেক্রেটারি ...