বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যে দেশে দেশনেত্রী খালেদা জিয়ার মতো নেত্রী আছে, সেই দেশ পথ হারাবে না। তিনি জানান, দেশের চলমান পরিস্থিতিতে খালেদা জিয়ার কাছ থেকে সবকিছুর নির্দেশনা পাচ্ছে বিএনপি।
আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় সালাহউদ্দিন বলেন, বাংলাদেশের মানুষের সামনে আলোর দিশারী এবং গণতন্ত্র রক্ষার কবজ হিসেবে আল্লাহ খালেদা জিয়াকে দীর্ঘায়ু দান করুক।
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য ঐক্যবদ্ধ। এর বিরুদ্ধে যারাই কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্টকাতীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বেগম জিয়া দলকে সব ধরনের নির্দেশনা দিচ্ছে বলেও জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, আজকে যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে, তারা চায় নির্বাচন বানচাল করতে। তাদের বিরুদ্ধে দেশের জনগণ রুখে দাঁড়াবে।
এ সময় গণতান্ত্রিক উত্তরণ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ