দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় কারাগারে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রায়কে কেন্দ্র করে সারাদেশে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও ‘খালেদা জিয়ার কারাদণ্ড’র খবর গুরুত্বের সাথে প্রচার হচ্ছে।
খালেদা জিয়ার রায়ের পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ২০ দলের অন্যতম শরিক দলের প্রধান বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি আন্দালিব রহমান পার্থ। বিডি২৪লাইভের পাঠকদের জন্য সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
টিভির পর্দাতে অনেক আওয়ামী সাংবাদিক আর বুদ্ধিজীবী এই মামলা আর রায়ের যথার্থতার ব্যাপারে অনেক যুক্তি দেয়ার চেষ্টা করছে...।। আমি শুধু এতটুকু বলব যে কোন মামলাতে যদি বিন্দু পরিমান রাজনৈতিক প্রভাব থাকে তাহলে সেই মামলা ...সকল কার্যক্রম এবং রায় সবই বেআইনি এবং ন্যায়বিচার পরিপন্থি ...। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুধে করা এই মামলা কি একশতাংশ না একশ শতাংশ রাজনৈতিক তার বিচারের ভার বাংলাদেশের জনগনের ...। এই মামলাতে কতখানি রাজনৈতিক প্রভাব আছে তা বিভিন্ন মন্ত্রীর আগাম বক্তব্য আর কারাগারের সাজশজ্জা দেখলেই বোঝা যায়। সরকারের মুখে আইনের শাসনের কথা শুনলে সিনহা সাহেবের ভেগে যাবার কথা মনে পরে...।।
এত উঁচু মাপের রাজনীতিবিদদের রাজনৈতিক ভবিষ্যৎ আদালতের কলমের খোঁচা কিংবা কোন নির্বাহী আদেশ নির্ধারণ করে না ...... আল্লাহ তালা নির্ধারণ করবে জনগনের মাধ্যমে সঠিক সময়ে। ধিক্কার এই রায়কে ...।।