কক্সবাজারে সব আসনে বিএনপির ভোটের রাজ্যে ভাগ বসাতে চায় জামায়াত
আনছার হোসেন, কক্সবাজার:: চারটি সংসদীয় আসন নিয়ে কক্সবাজার জেলা। দেশের সর্বদক্ষিণের এই জেলাটি বিএনপি ও ...
কক্সবাজারের উখিয়া উপজেলায় মোহাম্মদ সালাম (৩৭) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি ব্লকে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোহাম্মদ সালাম (৩৭) ওই ক্যাম্পের রশিদ আলমের ছেলে। সন্ধ্যায় ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দূর্বৃত্তের দল হঠাৎ রোহিঙ্গা যুবক তাকে গুলি করে পালিয়ে যায়।
তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‘কী কারণে এ যুবককে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে,’ বলেন তিনি।
পাঠকের মতামত