কক্সবাজারের উখিয়ায় এফডিএমএন (রোহিঙ্গা) ক্যাম্প এলাকায় অনুমোদন ছাড়াই চলাচলের দায়ে ৫টি সিএনজি ও ১টি ইজিবাইক (অটোরিকশা) আটক করেছে ৮ এপিবিএন এর ময়নারঘোনা পুলিশ ক্যাম্প। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসব যানবাহন শাহপুরী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।
০৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। ৮ এপিবিএন এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম’র দিকনির্দেশনায় সহকারী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ জহিরুল হক ভূইয়ার নেতৃত্বে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি আভিযানিক টিম ক্যাম্প-১১, ১২ ও ১৮ এলাকায় তল্লাশি চালায়।
এ সময় RRRC থেকে অনুমোদন ছাড়া ক্যাম্পের ভেতরে চলাচলকারী ৫টি সিএনজি ও ১টি ইজিবাইক আটক করা হয়। পরে আটককৃত যানবাহনগুলো আইনগত ব্যবস্থার জন্য শাহপুরী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে জিডি নং-১৫৪, তারিখ : ০৭/১১/২০২৫ খ্রি. করা হয়েছে।