প্রকাশিত: ০৫/০১/২০২২ ১১:০৪ এএম

নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম বাংলাদেশী মুসলিম কাউন্সিলওম্যান হিসেবে শপথ নিয়েছেন শাহানা হানিফ।

গত সপ্তাহের মাঝামাঝিতে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেন তিনি। এর আগে গত ২ নভেম্বর ডেমোক্র্যাটিক পার্টির হয়ে বিজয়ী হন শাহানা।

কোরআন হাতে শপথ নেয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘নিজের অভিজ্ঞতা ও আওয়াজকে বিশ্বাস করুন। একটি ভালো দল তৈরি করুন। এর মধ্যে পরিবার, বন্ধু ও সম্প্রদায়ের সমর্থনও দরকার হয়।’

তবে তিনি মনে করেন, সবকিছুর ওপরে ‘বিশ্বাস’-এর অবস্থান। তার প্রতি জনগণের সেই বিশ্বাসই তাকে বিজয়ী করেছে।

বুধবার (৫ জানুয়ারি) নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে।

নিউ ইয়র্ক সিটিতে ৭ লাখ ৬৯ হাজার মুসলমানের বাস সত্ত্বেও শাহানার আগে এখান থেকে সিটি নির্বাচনে কোনো মুসলিম প্রার্থী জয়ী হতে পারেননি। মুসলিম হিসেবে প্রথমবারের মতো বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশী বংশোদ্ভূত এই নারী সমাজকর্মী।

সূত্র : ভয়েজ অব সাউথ এশিয়া ও পুবের কলম

পাঠকের মতামত