উখিয়ার কোটবাজার কাঁচা তরিতরকারি মার্কেটে চাঁদা না দেওয়ায় দুই ভাইয়ের হামলায় ব্যবসায়ী মোহাম্মদ আরিফ গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৯ মে) দুপুর ৩ টার দিকে কোটবাজার তরিতরকারি মার্কেটে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী আরিফ জানান, দিল মোহাম্মদের ছেলে সোহেল ও তার ভাই কামাল নিয়মিত চাঁদা দাবি করে। আজও তারা আমার কাছে চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় দেশীয় অস্ত্র দিয়ে মাথায় প্রচণ্ড আঘাত করে আমাকে মাটিতে ফেলে দেয়।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী সাহাব উদ্দিন এবং শাহজাহন দাবি করেন, সোহেল ও কামাল প্রকাশ্যে কর্তৃত্ব দেখিয়ে অন্য ব্যবসায়ীদেরও ভয়ভীতি সৃষ্টি করে থাকে। আজকের ঘটনার পর বেশ কয়েকজন উদ্বিগ্ন ব্যবসায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরবারে তোড়জোড় শুরু করেছেন। আহত আরিফের বড় ভাই মো. রফিক জানান, সোহেল ও কামালের বিরুদ্ধে পূর্বেও চাঁদাবাজি নিয়ে মামলা হয়েছে। এঘটনায় আমরা আবার চাঁদাবাজি মামলা করার প্রস্তুতি নিচ্ছি। আমরা চাই—উখিয়া কোটবাজার এলাকায় যাতে আর কোনও ব্যাক্তি বা গোষ্ঠী ব্যবসায়ীদের বাধ্যতরূপে চাঁদা আদায় করতে না পারে, সে জন্য দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন হোক। স্থানীয় কোটবাজার ব্যবসায়ীরা বলেন, “চাঁদাবাজি বন্ধ না হলে আমরা ব্যবসা বন্ধ করে দিয়ে রাস্তায় নামবো। উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না এবং একে অন্যায় যে কেউ—সেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীরা আশা করছেন, দ্রুত কার্যকরী পদক্ষেপ নিলে বাজার–জীবন স্বাভাবিক ছন্দে ফিরে আসবে।