প্রকাশিত: ০৫/০৫/২০১৮ ৭:৪২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৭ এএম

বিনোদন ডেস্ক: ‘অরু আদার লাভ’ এরপর এবার ফের প্রকাশ্যে আসলো প্রিয়া প্রকাশ ওয়ারিয়র এবং রোশন আবদুল রউফের নতুন ছবি। যেখানে দক্ষিণা কন্যা প্রিয়ার সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে আবদুল রউফকে । ‘ভাইরাল’ কন্যার সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ফের হু হু করে ছড়িয়ে পড়ছে।

ছবিতে গোলাপী শাড়িতে দেখা যাচ্ছে প্রিয়া প্রকাশকে। সেই সঙ্গে সাদা শার্ট পরে প্রিয়ার পাশে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে রোশনকে। ‘অরু আদার লাভ’-এরপর থেকেই যে প্রিয়া প্রকাশের সঙ্গে রোশনের জুটি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে, তা ফের প্রকাশ্যে এল।

এদিকে প্রিয়া প্রকাশ ওয়ারিয়র একজন রক্ষণশীল পরিবারের মেয়ে। বয়স বেশি না হওয়ায় প্রিয়া নাকি এখনও তাঁর মায়ের মোবাইল ফোন ব্যবহার করেন। শুধু তাই নয়, ইন্টারনেটে কিছু জানার হলে, মায়ের ফোন থেকেই তা দেখে নেন বলেও দাবি করেছেন প্রিয়া প্রকাশের বাবা।

পাশপাশি প্রিয়ার ভিডিও যখন ভাইরাল হয়, তখন বন্ধুর মোবাইল থেকে তিনি প্রথম ওই ভিডিও দেখেছিলেন বলেও জানিয়েছেন প্রিয়ার বাবা।

পাঠকের মতামত

নায়িকা নুসরাত ফারিয়া আটক

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ...