প্রকাশিত: ১৯/০৬/২০১৬ ৪:৩৮ পিএম

 চট্টগ্রাম প্রতিনিধি  :

ব্যাপক সংঘর্ষের একদিন পর নগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার অনুসারী হিসেবে পরিচিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে আবারো সংঘর্ষ হয়।

রবিবার দুপুর দেড়টার দিকে সংঘর্ষ শুরু হয়। এ সময় উজ্জ্বল নামে একজনসহ বেশ কয়েকজন আহত হন।

এ সময় একপক্ষ গণিবেকারি মোড় এলাকায় এবং অপর পক্ষ চট্টগ্রাম কলেজের মূল ফটকে অবস্থান নেয়। তারা ইটপাটকেল ছুড়ে, লাঠিসোঁটা দিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কলেজ রোড ও আশপাশের এলাকার সড়কগুলো যানবাহন শূন্য হয়ে পড়ে। একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হতে আসা শিক্ষার্থীরা ক্যাম্পাসে আটকা পড়েন।

আগের দিন শনিবার নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নামে স্লোগান দিতে দিতে ক্যাম্পাসে ঢোকার সময় ছাত্রলীগের অপর পক্ষ বাধা দিলে সংঘর্ষ হয়। এ সময় ক্রিকেট স্ট্যাম্পের আঘাতে ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছেন।

এরা হলেন, ইউসুফ কবির, বিশ্বজিৎ শর্মা এবং কায়সার হামিদ। এর জের ধরে পুনরায় সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন চকবাজার থানা পুলিশ।

স্থানীয় চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বলেন, চট্টগ্রাম কলেজের ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে।

পাঠকের মতামত

কক্সবাজারে আজরাইল গ্রেফতার

কক্সবাজারের মহেশখালীর আলোচিত সিরিয়ার কিলার মো. লোকমান ওরফে আজরাইলকে গ্রেফতার করেছে র‍্যাব। দীর্ঘ দুই দশক ...

পুলিশ থেকে বাঁচতে জীবনটাই দিলেন সিএনজিচালক

গ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিলিন্ডার বিস্ফোরণে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। পুলিশ দেখে পালাতে গিয়ে ...