চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবাসহ এক রোহিঙ্গা শরণার্থীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানার ওয়াই ক্রসিং মোড় এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ই ব্লক, বাসা নং ৫৯-এ বসবাসরত আলিম উদ্দিনের পুত্র মো. খালেকুজ্জামান (২৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তরের উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক মো. রবিউল্লাহর নেতৃত্বে পরিচালিত টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবক মো. খালেকুজ্জামান ওরফে বলা (২৩)-কে ২,১৫০ পিস ইয়াবাসহ আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো’র উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার বলেন, ‘আমাদের অভিযানের মূল লক্ষ্য হচ্ছে চট্টগ্রাম মহানগর ও পার্শ্ববর্তী এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধ করা। রোহিঙ্গা ক্যাম্পসহ সীমান্তবর্তী অঞ্চল থেকে ইয়াবা পাচারের নানা চেষ্টাকে আমরা নজরদারিতে রেখেছি। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।