প্রকাশিত: ১১/০৩/২০২০ ৮:১২ পিএম

প্রাণঘাতী ব্যাধি করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে কাবা শরিফ সংলগ্ন মূল মাতাআফ পরিষ্কার-পরিচ্ছন্নতায় সশরীরে অংশ নিয়েছেন কাবা শরিফের প্রধান ইমাম শায়খ আব্দুর রহমান সুদাইসি।

পবিত্র দুই নগরী মক্কা ও মদিনাকে জীবাণুমুক্ত করতে নিজে উপস্থিত থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের নেতৃত্ব দিচ্ছেন তিনি। মঙ্গলবার (১০ মার্চ) মসজিদে হারাম ও মসজিদে নববির খাদেমদের উদ্বুদ্ধ করতে শায়খ সুদাইসি নিজ হাতে জীবাণুনাশক অত্যাধুনিক স্প্রে মেশিন নিয়ে হাজরে আসওয়াদ ও তৎসংলগ্ন অঞ্চলের পরিচ্ছন্নতায় অংশ নেন শায়খ সুদাইসি।

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ ছবি ছড়ি পড়ে। মসজিদে হারাম ও মসজিদে নববির এ প্রধান ইমাম এ দিন রুকনে ইয়ামেনি, হাজরে আসওয়াদ কর্নার ও মাতাআফের বেশকিছু স্থানকে পরিষ্কার করতে দেখা যায়।

পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করে তিনি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন-
‘কাবা শরিফে সমাগত মুসল্লিদের জন্য প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে এবং তাদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাবা শরিফের পরিচ্ছন্নতার কাজে খেদমত করতে পারা অনেক বড় সৌভাগ্যের।

এ কাজ করা হয় আল্লাহর ঘরে আগত অতিথিদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য। আল্লাহ তাআলা এ সবের মহা পুরস্কার দান করবেন বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, অত্যাধুনিক মেশিনের সাহায্যে চৌকস সেবক দল প্রতিদিন সাতবার কাবা শরিফ ও তিনবার মসজিদে হারাম ধোয়া মোছার কাজ করেন। ২৪ ঘণ্টাজুড়ে প্রায় ৩৩০ জন খাদেম কাবা শরিফ ও মসজিদে হারামের পরিচ্ছন্নতায় নিরলস পরিশ্রম করছেন।

পাঠকের মতামত

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

‘গ্লোবাল রিফিউজি ফোরাম (জিআরএফ) প্রোগ্রেস রিভিউ ২০২৫’ শুরু হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ...