আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে উখিয়া ও টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা নিজ নিজ মনোনয়ন জমা দেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এই আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন নুর আহমদ আনোয়ারী। এছাড়া এবি পার্টির প্রার্থী সাইফুদ্দিন খালেদ, লেবালেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল হক মনোনয়ন দাখিল করেন।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উখিয়া ও টেকনাফ এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ লক্ষ্য করা গেছে। মনোনয়ন জমা দিতে এসে প্রার্থীদের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিও ছিল।
রিটার্নিং অফিস সূত্র জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।