শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
কক্সবাজার হোটেল মিশুকে জার্মান পর্যটককে লাইনের পানি দিয়ে মিনারেল পানির বিল
প্রকাশিত - জুলাই ২৬, ২০২৫ ৯:১০ এএম

কক্সবাজারের হোটেল মিশুকে এক জার্মান পর্যটককে লাইনের পানি দিয়ে মিনারেল পানির বিল ধরিয়ে হয়রানি করার অভিযোগে অভিযুক্ত কর্মীকে তাৎক্ষণিকভাবে আটক করে ট্যুরিস্ট পুলিশ। পরে হোটেল কর্তৃপক্ষের ক্ষমা প্রার্থনার প্রেক্ষিতে তাকে ছেড়ে দেয়া হয়।শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
জানা যায়, হোটেল মিশুকে এসে ট্যুরিস্ট পুলিশ অভিযুক্ত কর্মীকে তাৎক্ষণিকভাবে আটক করে। পরে হোটেল কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন। কর্তৃপক্ষের আশ্বাসের পর আটক কর্মীকে ছেড়ে দেওয়া হয়।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ এই বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কক্সবাজারে পর্যটকদের সাথে কেউ বাটপারি বা প্রতারণা করলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
সুত্র: পূর্বকোণ
Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.