সোয়েব সাঈদ, রামু
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন, আগামী ২ বছরের মধ্যে কক্সবাজার-রামুর প্রতিটি গ্রামকে আধুনিক শহরে রূপান্তর করা হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালে যেখানে একটি ইটও দিতে পারেনি, বর্তমানে সেখানে এখন কার্পেটিং সড়ক নির্মাণ হয়েছে। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ছিলো না, সেখানে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এবং বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। অন্ধকারাচ্ছন্ন প্রতিটি গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নেও সরকার অবদান রাখছে। এভাবে উন্নয়ন কর্মকান্ড চলতে থাকলে, কয়েকবছর পর আর উন্নয়নের জন্য কাউকে দৌড়ঝাপ করতে হবে না। এমপি কমল বলেন, মানুষের জীবনমান উন্নয়নে নতুন প্রজন্মকে সুশিক্ষিত ও কারিগরি শিক্ষায় এগিয়ে নিতে সর্বস্তুরের মানুষকে ভূমিকা রাখতে হবে।
এমপি কমল আরো বলেন, কক্সবাজার-রামুতে রেল লাইন, বিকেএসপি, সেনানিবাস, বাঁকখালী নদী ড্রেজিং ও বেড়িবাঁধ নির্মাণ, মেরিন ড্রাইভ সড়ক, কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরসহ আরো অনেক মেঘা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। শহরের মত গ্রামেও ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে। সাধারণ মানুষের কাংখিত উন্নয়ন করতে হলে আওয়ামীলীগ নেতৃত্বাধিন সরকারের বিকল্প হতে পারে না।
সাংসদ সাইমুম সরওয়ার কমল এমপি বৃহষ্পতিবার (৫ মার্চ) বিকালে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের স্কুল পাহাড় স্টেশনে উখিয়ারঘোনা-গর্জনিয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আনার কলির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, কচ্ছপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী।
সমাবেশে রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, সাংবাদিক সোয়েব সাঈদ ও খালেদ হোসেন টাপু, সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক ইউপি সদস্য হাবিব উল্লাহ, ছাত্রলীগ নেতা ছানা উল্লাহ বাবুল, ইউপি সদস্য রফিকুল আলম, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ নবী, নুরুল আবছার, আজিজুল হক ও আবুল হোছন, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম, প্রবীন সমাজসেবক হাজ¦ী নুর আহমদ, নুরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশ সঞ্চালনায় ছিলেন, সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান।
এর আগে সাইমুম সরওয়ার কমল এমপি কাউয়ারখোপের উখিয়ারঘোনা এলাকায় প্রতিষ্ঠিত সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নিমার্ণ কাজ পরিদর্শন করেন। সন্ধ্যায় এমপি কমল উখিয়ারঘোনা আজিজিয়া নূরুল উলূম মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা এবং জামে মসজিদ পরিদর্শন করেন। এসময় তিনি এসব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তা প্রদানের আশ^াস দেন।
(ছবি আছে)
রামুতে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত
সোয়েব সাঈদ, রামু
রামুতে আর্ন্তজাতিক নারী দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এ প্রতিপাদ্যে আগামী ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষে বৃহষ্পতিবার (৫ মার্চ) রামু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাগত রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সারওয়ার উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন ও উপজেলা সাব রেজিষ্ট্রার টিনু চাকমা।
সমাবেশে রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আবদুল মজিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু মোতালেব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদেকুর রহমান, উপ-সহকারি প্রকৌশলী আলা উদ্দিন খান, ইপসা-আস্থা প্রকল্পের এমও ইকবাল হোসেন, প্রকল্পের কেইচ ওয়ার্কার এবং বিভিন্ন নারী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
(ছবি আছে)
রামু সেনানিবাসের বাংলাদেশের ইতিহাসের
চিত্রকর্ম সম্বলিত টেরাকোটা দেয়াল উদ্বোধন
সোয়েব সাঈদ, রামু
বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের রামু সেনানিবাসের এ্যালিফেন্ট গেইট সংলগ্ন (রামু-মরিচ্যা রোডের পূর্ব পার্শ্বে) বাংলাদেশের ইতিহাসের চিত্রকর্ম সম্বলিত একটি ঐতিহ্যবাহী টেরাকোটা দিয়ে নির্মিত দেয়াল উদ্বোধন করা হয়। গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ মাঈন উল্লাহ চৌধুরী, ওএসপি, এডব্লিউসি, পিএসসি।
এছাড়া কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে. কর্নেল ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি (অবঃ) এবং রামু সেনানিবাসের উর্দ্ধতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, কর্মচারী, রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের ছাত্র/ছাত্রী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের ইতিহাসের চিত্রকর্ম সম্বলিত দৃষ্টিনন্দন টেরাকোটা দেয়াল নির্মানের গুরুত্ব বর্ণনা করেন। উল্লেখ্য যে, উক্ত টেরাকোটা’র ভাস্কর্যের মাধ্যমে বাংলাদেশের জন্ম ইতিবৃত্ত তথা দেশ বিভাজনের থেকে শুরু করে স্বাধীনতার আন্দোলন, ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৬২ সালের ছাত্র আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা দাবী, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ ও মহান মুক্তিযুদ্ধ এবং সর্বোপরী বর্তমানে প্রধানমন্ত্রীর অদম্য নেতৃত্বে চলমান উন্নয়নের ধারাবাহিকতায় ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ' এবং ১৯৪১ সালে একটি সুখী সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয় উক্ত ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে। এ দৃষ্টিনন্দন স্থাপনাটি অত্র এলাকা ও রামু সেনানিবাসের তথা সমগ্র কক্সবাজার অঞ্চলকে সমৃদ্ধ করার পাশাপাশি নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে জানতে আরও উদ্বুদ্ধ করবে।