কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ ধরা পড়েছে টেকনাফের এক দম্পতি। বিমানযোগে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ওই দম্পতি বিকেল ৪ টার দিকে বিমানবন্দরে এলে গেটের স্ক্যানারে লাগেজে থাকা এক হাজার ৪০০ পিস ইয়াবার অস্তিত্ব ধরা পড়ে। এসময় সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আটক করে বলে জানিয়েছে বিমানবন্দরের একটি নির্ভরযোগ্য সূত্র।
সূত্রটি জানায়, একটি গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইয়াবা পাওয়ায় স্বামী-স্ত্রীকে আটক করেন। আটকরা হলেন, টেকনাফের পুরাতন পল্লান পাড়ার বাসিন্দা আবদুল আমিন ও তাঁর স্ত্রী মিম আকতার ।
আটক দম্পতিকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান।