প্রকাশিত: ১১/১২/২০২১ ১১:৫৯ এএম

কক্সবাজার বিমানবন্দরের লাউঞ্জে ওঠার লিফটে আটকে পড়েছিল চারজন যাত্রী। দীর্ঘ দেড় ঘণ্টা আটকে থাকার পর তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আটকে পড়াদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তবে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হোসেন বলেন, মূলত তারা লাউঞ্জে যাচ্ছিলেন। এটা লাউঞ্জেরও লিফট। তাদের টেকনিশিয়ান ও ফায়ার সার্ভিসের কর্মীরা আটকে পড়াদের উদ্ধার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমাবন্দরের সিনিয়র এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, লাউঞ্জে লিফ্টটা অনেক পুরোনো। মেরামত বা সঠিক পরিচর্চা না থাকায় কিছুদিন পর পর এমন দুর্ঘনা ঘটছে।

পাঠকের মতামত

সোনার দামে আবারও রেকর্ড, ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে ...