উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/০৬/২০২৩ ৭:২৮ পিএম , আপডেট: ১২/০৬/২০২৩ ৮:০৩ পিএম

কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ২৮ হাজার ৮১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী (মাবু)। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ নারকেল গাছ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৫৭৪ভোট।

সোমবার (১২জুন) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার পাবরিক লাইব্রেরি শহীদ সুভাষ কক্ষে এ ফলাফল ঘোষণা করেন কক্সবাজার জেলার নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন।

এর আগে, সকাল ৮টা থেকে পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

পাঠকের মতামত

উখিয়া – টেকনাফ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন পালংখালীর চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী

উখিয়া-টেকনাফের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীকে ...