অাবুল কাশেম সাগর::
কক্সবাজার সরকারী পলিটেকনিক ইনেস্টিটিউট এর শিক্ষক ও প্রকৌশলী অাবদুল করিম ( ২৭) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি... ওয়াইন্নাইলাহী..রাজিউন।সে রামু উপজেলা ফতেখাঁরকুল ইউনিয়নের সাত ঘরিয়া পাড়া গ্রামের বাসিন্দা ডা. মোহাম্মদ হাশেমের ৬ষ্ট ছেলে। ৬ভাই ১ বোনের মধ্যে সে সকলের ছোট।
নিহত শিক্ষক অাবদুল করিমের বড় ভাই অাবদুর রহিম জানান,
মঙ্গলবার ( ৪ এপ্রিল) রাত ১০টার দিকে স্টোক করলে প্রথমে ফুয়াদ অাল খতিব হাসপাতাল ও পরবর্তীতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে রাত ১২ টায় মৃত্যু বরণ করেন ।
প্রকৌশলী ও তরুণ মেধাবী
শিক্ষক অাবদুল করিমের মরদেহ রাতে গ্রামের বাড়িতে নিয়ে অাসা হয়েছে। অাজ বুধবার ( ৫ এপ্রিল) বিকাল ১টা ৩০ মিনিটে ( জুহরের নামাজের পর) রামু সাত ঘরিয়া পাড়া মজাহারুল উলুম মাদ্রাসা মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
রামু খিজারী অাদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ শিকড়'০৬ এর সদস্য তরুণ মেধাবী শিক্ষক অাবদুল করিমের অকাল মৃত্যুতে গভীর ভাবে শোক জানিয়েছেন শিকড়'০৬ এর নেতৃবৃন্দ। এদিকে তরুণ মেধাবী শিক্ষক অাবদুল করিমের অকাল মৃত্যুতে রামু উপজেলায় শোকের মাতম বিরাজ করছে।