শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার::
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে বিএনপি’র কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কক্সবাজার জেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ২৩ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা যুবলীগের উদ্যোগে সোহেল আহমদ আহমদ বাহাদুর-এর নেতৃত্বে এক বিশাল মিছিল জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মিলিত হয়।
মিছিলোত্তর বিক্ষোভ সমাবেশে জেলা যুবলীগের সহ-সভাপতি সোহেল আহমদ বাহাদুর এর সভাপতিত্বে সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহ-অর্থ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ, উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, শহর যুবলীগের যুগ্ন-আহ্্বায়ক ডালিম বড়–য়া, আসাদ উল্লাহ, চকরিয়া পৌর যুবলীগের সভাপতি হাসানগীর হোসেন চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্্বায়ক কাইছারুল হক বাচ্চু, শহর যুবলীগ নেতা মাসেকুর রহমান বাবু। এতে আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের প্রভাবশালী সদস্য বেন্টু দাশ, মনোতোষ রক্ষিত কালু, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবদুল মালেক, সাংগঠনিক সম্পাদক আক্কাস উদ্দীন, মিজান উদ্দিন সিকদার, দপ্তর সম্পাদক রেজাউল করিম, ধর্ম বিষয়ক সম্পাদক কামাল উদ্দীন, সদর উপজেলা যুবলীগ নেতা কাজী দিদার, হারুন অর রশীদ, রাজা মিয়া, রফিক, আমানু, ফয়সাল, আরাফাত, বোরহান। শহর যুবলীগ নেতা আবুল কাসেম, স্বপন দাশ, জাহাঙ্গীর আলম, মুবিনুল হক, সানা উল্লাহ, রূপন চৌং, মোঃ ফিরোজ, মোঃ ইব্রাহিম, নাজিম কামরান, ইমরুল কায়েস চৌং, মান্না সেন টিংকু, এহসানুল হক, সোহেল বড়–য়া, আব্দুল সালাম ভেক্কু, আল্লাহ আল মুবিন, সুজন চৌং। উখিয়া যুবলীগের শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক নুরুল আলম মাসুদ, সাংস্কৃতিক সম্পাদক আহসান উল্লাহ বাবর, স্বাস্থ্য সম্পাদক আব্দুল্লাহ আল হারুন মানিক, উপ-প্রচার সম্পাদক আনোয়ার কবির, জালিয়াপালং ইউনিয়ন যুবলীগের আহ্্বায়ক ফজল কাদের, উপজেলা যুবলীগ নেতা সালাহ উদ্দিন, নুর হোসেন, জাহাঙ্গীর, তাহের প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে বিএনপি’র কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাই, অন্যথায় কক্সবাজার জেলা যুবলীগ রাজপথে বিএনপি-কে দাঁত ভাঙ্গা জবাব দিবে। বক্তারা আরও বলেন, ওমর ফারুক চৌধুরী’র সত্য পর্যালোচনাপূর্ণ বক্তব্যে বিএনপির জনবিচ্ছিন্নতা দৈন্যদশার বিষয়টি উঠে এসেছে।
তাই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র গাত্রদাহ হয়েছে। প্রকৃতপক্ষে বিএনপি প্রেস ব্রিফিং ও বিবৃতি পার্টি এবং অপরাজনীতি’র কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উত্তর জেলা বিএনপির নামে কতগুলো জনবিচ্ছিন্ন নেতৃবৃন্দের বিবৃতি তারই প্রমাণ। বিএনপি ভাড়ায় নেতা মেয়র, এমপি বানায় একথা চিরন্তন সত্যি। বিএনপি’র নেতৃবৃন্দের অতীত পর্যালোচনা করলে তাই প্রমাণিত হবে।