
কক্সবাজারবাসির অহংকার ও গর্বের ধন, গণমানুষের প্রিয়নেতা, এই জনপদের হাজার বছরের শ্রেষ্ট সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটি’র সদস্য সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ঈঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে অরুচিকর, অশালীন, রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত ও মানহানিকর বক্তব্য দেয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে কক্সবাজার জেলা বিএনপি। এক বিবৃতিতে জেলা নেতৃবৃন্দ এনসিপি নেতা নাছির উদ্দিন পাটোয়ারী ও দলীয় ভাবে ওই বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন।
বিবৃতিতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, সালাহউদ্দিন আহমদ হলেন মাটি ও মানুষের নেতা, যিনি মনের ভাষা বুঝে রাজনীতির পাঠ নিয়েছেন। ছোট থেকে বৃদ্ধ যে কোন বয়সী মানুষ যার জন্য আকুল হয়ে থাকেন। আর সেই মানুষের নামে বানোয়াট প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। যা কোন ভাবেই মেনে নেয়া যায় না।
তাঁরা বলেন, সালাহউদ্দিন আহমদ রাজনীতির মাঠে একজন মৃত্যুঞ্জয়ী বীর। তিনি কেবল কক্সবাজারের নয়, জাতীয় সম্পদ। তিনি দেশের জন্য, জাতীয়তাবাদী রাজনীতির জন্য নিজের জীবনের পরোয়া করেননি। ফ্যাসিষ্ট হাসিনা সরকার সালাহউদ্দিন আহমদকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে গুম করেছিলেন। সেই গুম রাজ্য থেকে আল্লাহর অসিম রহমতে ফিরে টানা ৯টি বছর নির্বাসিত জীবন কাটিয়েছেন তিনি। যার ফিরে আসার জন্য অপেক্ষা করেছে পুরো দেশবাসি।
তাঁদের মতে, দেশ যখন সংকটে পড়ে তখন সালাহউদ্দিন আহমদ ফিরে ফিরে আসেন। তাঁর মতো জাতীয় নেতাকে নিয়ে অন্য কোন রাজনৈতিক দলের নেতা-কর্মী এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারেন না। এটা রাজনীতির জন্য অকল্যাণকর।
জেলা বিএনপির এই দুই নেতা বলেন, এধরণের মিথ্যা, বানোয়াট ও শিষ্ঠাচার বর্জিত বক্তব্য জাতির ঐকবদ্ধ অগ্রযাত্রায় ফাটল ধরাতে সহায়তা করবে। যা কোন ভাবেই কাম্য নয়।
কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক বিবৃতিতে গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
পাঠকের মতামত