বুধবার, ২০ আগস্ট ২০২৫
কক্সবাজার জেলা ছাত্রলীগের উপজেলা ভিত্তিক সাংগঠনিক টীম গঠন
প্রকাশিত - মার্চ ৯, ২০২০ ৯:২৭ এএম


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” যথাযোগ্য মর্যাদায় উদযাপন ও সাংগঠনিক গতিশীলতা আনার লক্ষ্যে উপজেলা ভিত্তিক সাংগঠনিক টীম গঠন করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি ইশতিয়াক আহমদ জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসেন তানিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। “মুজিববর্ষ” উদযাপন ও সাংগঠনিক গতিশীলতা আনার লক্ষ্যে কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সমন্বয়ে মহেশখালী উপজেলা ও পৌরসভা, কুতুবদিয়া উপজেলা, চকরিয়া উপজেলা ও পৌরসভা, পেকুয়া উপজেলা, মাতামুহুরি উপজেলা, উখিয়া উপজেলা, টেকনাফ উপজেলা ও পৌরসভায় এই সাংগঠনিক টীম সমূহ গঠন করা হয়েছে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসেন তানিম বলেন, মুজিবর্ষ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুজিবর্ষ আমরা প্রতিটি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালন করব। সেই লক্ষ্যে এবং প্রতিটি উপজেলার তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে ও তাদের যথাযথ দিকনির্দেশনা প্রদানের জন্য জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সমন্বয়ে সাংগঠনিক টীম সমূহ গঠন করা হয়েছে।
Copyright © 2025 UkhiyaNews.Com. All rights reserved.