উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৫/০৩/২০২৩ ৬:২২ পিএম

কক্সবাজারের চকরিয়ায় মোবাইল ছিনিয়ে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যার মামলায় সোহেল প্রকাশ সেহিল্যা নামক বখাটের আমৃত্যু সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সেই সঙ্গে তাকে নগদ ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৫ মার্চ) এসটি মামলা নং -১১২৬/২০১৮ শুনানি শেষে রায় ঘোষণা করেন কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।
দণ্ডিত আসামি সেহিল্যা চকরিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাহারিয়া ঘোনার নুরুল কবিরের ছেলে। রায় ঘোষণাকালে আদালতে তিনি হাজির ছিলেন। তার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শুভেন্দু বিকাশ সাহা।
রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।
নিহত মো. আনাছ মগবাজার মাস্টারপাড়া এলাকার মো. জাহাঙ্গাীর আলমের ছেলে। পেশায় রাজমেস্ত্রি। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা নাজির বেদারুল আলম।
মামলার নথির সুত্র ধরে তিনি বলেন, ২০১৭ সালের ৬ জুলাই বাড়ি যাওয়ার পথে মো. আনাছের ব্যবহারের মোবাইল ছিনিয়ে নেয় একই এলাকার বখাটে সোহেল প্রকাশ সেহিল্যা। ফেরত চাইলে মারধর ও ছুরিকাঘাত করে। এতে আনাছ গুরুতর আহত হয়ে মারা যান। এ ঘটনায় নিহতের মা ছেনু আরা পরের দিন চকরিয়া থানায় মামলা করেন। যার থানা মামলা নং-০৬, জিআর মামলা নং-৩৬৩/১৭। মামলায় একমাত্র আসামি সেহিল্যা। একই বছরের ২৭ অক্টোবর মামলার অভিযোগপত্র জমা দেন এসআই সুকান্ত চৌধুরী। ২০১৭ সালের ১২ আগস্ট মামলার অভিযোগ গঠন করে আদালত। রায়ে সন্তুষ্ট বাদি ও রাষ্ট্রপক্ষ। এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।

পাঠকের মতামত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ...

অবরোধের আট ঘণ্টা পর ফের সচল কক্সবাজার-টেকনাফ মহাসড়ক

কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রোহিঙ্গা ক্যাম্পে ইউনিসেফ এর অর্থায়নে পরিচালিত প্রকল্পের চাকরিচ্যুত শিক্ষকরা। ...

উখিয়ায় স্বাস্থ্যসেবায় সংকট : বন্ধ ‘স্পেশালাইজড হাসপাতাল’ চালুর দাবি

রোহিঙ্গা আগমনের পর কক্সবাজারের উখিয়ায় জনসংখ্যা কয়েকগুণ বেড়ে গেলেও স্বাস্থ্যসেবা অবকাঠামো সে অনুযায়ী সম্প্রসারিত হয়নি। ...

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের সড়ক অবরোধ, নেতাদের নীরবতা নিয়ে ক্ষোভ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত প্রায় ১২০০ স্থানীয় শিক্ষক কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন। ...

ঘুমধুম সীমান্তে আরাকান আর্মির সদস্য সন্দেহে দুই উপজাতি নাগরিক আটক!

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সকাল ১১টার দিকে সন্দেহভাজন দুইজন ...