ইমাম খাইর, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ৪:২৬ পিএম

গ্রাহকদের সাথে প্রতারণা, ওজনে কারচুপির অভিযোগে ৪ টি ফিলিং স্টেশন এবং ৩ টি স্বর্ণ দোকানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। সতর্ক করা হয়েছে দোকানদারদের।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম জানান, ফিলিং স্টেশন ও স্বর্ণ দোকানে ওজনে কারচুপির অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে ৪ টি স্বর্ণ দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

জুয়েলারি দোকান মালিক সমিতির লোকজন এক সপ্তাহ সময় চেয়েছেন তাদের দোকানের ওজন পরিমাপক যন্ত্র ঠিক করার জন্য। তাদেরকে সতর্ক করা হয়েছে, যেন ভবিষ্যতে এমন ত্রুটিপূর্ণ ওজন পরিমাপক যন্ত্র দিয়ে স্বর্ণ পরিমাপ করা না হয় অন্যথায় পুনরায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সেই সাথে অন্যান্য স্বর্ণ দোকান মালিকদেরকেও সতর্ক করা হয়েছে, তারাও যেন সঠিক ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করে স্বর্ণ পরিমাপ করেন।

এদিকে বুধবার শহরের কয়েকটি এলাকায় মেয়াদ উত্তীর্ণ, অবৈধ ঔষধ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি ঔষধের দোকানকে ১ লক্ষ দশ হাজার টাকা জরিমানা করা হয়।

পাঠকের মতামত

প্রেমিক জুটি আটক, গরিবের মেয়ে বলে মেনে নিতে নারাজ ছেলে পক্ষ

টেকনাফের হ্নীলা উলুচামরী এলাকার স্থানীয় বাসিন্দারা প্রেমিক-প্রেমিকাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে প্রেমিকা গরিব ...

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগউখিয়ায় অনিয়ম নিয়ে কথা বলায় চাকরি হারালেন এনজিও কর্মী

উখিয়া-টেকনাফ ও রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বিভিন্ন উন্নয়ন সংস্থায় স্থানীয় মাঠকর্মীদের দেদারসে ছাঁটাইয়ের মিশন চলছে সম্প্রতি ...

কক্সবাজারে জামায়াত: “বিশ্বাসযোগ্য নির্বাচন না হলে জুলাই জাগরণ নেমে আসবে”

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত রোড ম্যাপের ...