ছৈয়দ আলম, কক্সবাজার
প্রকাশিত: ২৬/০৯/২০২৫ ৭:৫৩ এএম

চলতি বছরের শুরুতেই কৃষক ও ডিলার পর্যায়ে ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সারের দাম নির্ধারণ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার।

চলতি বছরের শুরুতেই কৃষক ও ডিলার পর্যায়ে ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সারের দাম নির্ধারণ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্ধারিত দামে সার বিক্রির জন্য সরকারের তরফ থেকে বলা হলেও কক্সবাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। নির্ধারিত দাম তো দূরের কথা বাড়তি দাম দিয়েও সার পাচ্ছেন না কৃষক। ফলে চলতি মৌসুমে রোপা আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছেন তারা। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন শিগগিরই সংকট কেটে যাবে। কৃষকরা বলছেন, একটি সিন্ডিকেট মাঠ পর্যায়ে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। জেলার জন্য বরাদ্দকৃত সার উচ্চ দামে পাচার করছে তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি আমন মৌসুমে জেলায় ১ লাখ ৪ হাজার ৭৪৪ টন সারের চাহিদা রয়েছে। এর বিপরীতে বরাদ্দ পাওয়া গেছে ৪৬ হাজার ৫১৯ টন। ঘাটতি রয়েছে ৫৮ হাজার ২২৫ টন, যা চাহিদার অর্ধেকেরও বেশি। এর মধ্যে ইউরিয়া সারের চাহিদা রয়েছে ৫ হাজার ১১৯ টন। তবে বরাদ্দ এসেছে ২ হাজার ১৯ টন। টিএসপি ১ হাজার ৪২৪ টন চাহিদার বিপরীতে বরাদ্দ এসেছে ৩৪৩ টন। ডিএপি সারের চাহিদা রয়েছে ১ হাজার ৩৬৩ টন। এর বিপরীতে বরাদ্দ আছে ৮২৮ টন। এমওপি সারের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। ২ হাজার ৪৭ টন চাহিদার বিপরীতে বরাদ্দ দেয়া হয়েছে ৩৪১ টন।

কৃষকরা বলছেন, ৫০ কেজির এক বস্তা ইউরিয়া সারের দাম ১ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে ডিলার বিক্রি করছেন ১ হাজার ৫৭০ টাকা। এমওপি সারের দাম ১ হাজার টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকা। টিএসপি সারের দাম সরকার নির্ধারিত ১ হাজার ৩৫০ টাকা হলেও বিক্রি হচ্ছে ২০০০-২২০০ টাকা। পটাশিয়াম সার ১ হাজার নির্ধারণ করা হলেও ওই দামে কোনো দোকানে পাওয়া যাচ্ছে না। ডিলাররা বিক্রি করছেন ১ হাজার ৩০০ টাকা। ডিএপি সার ১ হাজার ৫০ টাকা হলেও ডিলার বিক্রি করছেন ১২০০-১৩০০ টাকা।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক বণিক বার্তাকে বলেন, ‘চাহিদার তুলনায় বরাদ্দ কিছুটা কম রয়েছে। তবে ঘাটতি নেই। বাজার মনিটরিংয়ের জন্য আমাদের টিম সার্বক্ষণিক কাজ করছে।’

মিয়ানমারে সার পাচারের বিষয়ে তিনি বলেন, ‘উখিয়া ও টেকনাফ উপজেলায় সার বিক্রিতে বিশেষ নজরদারি রয়েছে। প্রত্যেক ডিলার বিক্রি শেষে অনলাইনে তথ্য প্রদানের বাধ্যবাধকতা রয়েছে।’

নীতিমালা অনুযায়ী সার বিক্রি না করলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর ওই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও তিনি জানান। তবে কক্সবাজারের জন্য বরাদ্দকৃত সার বান্দরবান ও মিয়ানমারে পাচারের অভিযোগটি তিনি অস্বীকার করেন।

এদিকে রোপা আমনে যথাসময়ে সার প্রয়োগ করতে না পারায় ক্ষতির মুখে পড়ছেন কৃষক। রামু উপজেলার রাজারকূলের কৃষক ছৈয়দ নুর ও জসিম উদ্দিন জানান, এখনই উপযুক্ত সময় জমিতে সার দেয়ার। প্রয়োজনমতো সার দিতে না পারলে এবার ফলন অনেক কম হবে। কিন্তু কাঙ্ক্ষিত সার মিলছে না ডিলারদের কাছে। এ অবস্থায় তিনিসহ ওই এলাকার অনেক চাষী দুশ্চিন্তায় আছেন।

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর মাছুয়াখালী এলাকার আমন চাষী কামাল হোসেন বলেন, ‘দিনের বেলা সারের দোকানে গেলে মজুদ নেই বলা হলেও রাতে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। এতে স্পষ্ট হয়ে উঠছে, মাঠ পর্যায়ে একটি চক্র সার মজুদ ও বিক্রি নিয়ন্ত্রণ করছে।’

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল আলম জানান, আগাম রবিশস্য ও আমন চাষাবাদে আবহাওয়া অনুকূলে থাকায় সারের ব্যবহার অন্যান্য বছরের চেয়ে এবার বেশি। জেলায় চাহিদার তুলনায় বরাদ্দ কম হলেও কয়েক দিনের টানা বৃষ্টির কারণে সারের ব্যবহারের প্রয়োজনীয়তা তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। অক্টোবরের বরাদ্দও মন্ত্রণালয় থেকে এরই মধ্যে ইস্যু করা হয়েছে। ফলে সারের কোনো সংকট হবে না।’

সদর উপজেলার ঝিলংজা চান্দের পাড়ার কৃষক হামিদুল্লাহ ও মোস্তাক আহমেদ জানান, ইউরিয়া ও টিএসপি প্রতি কেজি ২৭ টাকা, ডিএপি ২১ ও এমওপি ২০ টাকা দরে বিক্রির কথা। তবে খুচরা পর্যায়ে ইউরিয়া ২৮ টাকা, টিএসপি ৪০, ডিএপি ২৬ ও এমওপি ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিলারদের সার বিক্রি তদারকির জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে একজন ট্যাগ অফিসার নিয়োগ করা হলেও উচ্চ দামেই সার কিনতে হচ্ছে। প্রতিবাদ করতে গেলেই কৃষকদের সার না দিয়ে তাড়িয়ে দিচ্ছেন ডিলাররা।’

পাঠকের মতামত

বিটিভি’র “নতুন কুঁড়ি ২০২৫”-এ উখিয়ার তিন শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

মুজিবুর রহমান:: বাংলাদেশ টেলিভিশন ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ...

রোহিঙ্গা সংকটযুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অনুদান কমানোয় বাংলাদেশের ঋণ ৪০০ মিলিয়ন

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র গত বছর অনুদান দিয়েছিল ৩০০ মিলিয়ন ডলার। কিন্তু চলতি ...

সীমান্তবর্তী প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করবো: শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরী বলেছেন, ক্লাসে ন্যূনতম ৭০ ...

১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, তবে ডিসেম্বর পর্যন্ত রাত্রিযাপন নিষিদ্ধ

সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে আগামী ১ নভেম্বর থেকে। পর্যটন মৌসুম চলবে ফেব্রুয়ারি ...

ঢাকায় রেলক্রসিংয়ে প্রাণ হারালেন কক্সবাজারে উষা বড়ুয়া

রাজধানী ঢাকার মহাখালী রেলক্রসিংয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কক্সবাজারের রামু উপজেলার মেরংলোয়া গ্রামের উষা বড়ুয়ার ...