কক্সবাজার শহরকে রেড জোন ঘোষণার পর লকডাউন আরও কঠোর হচ্ছে শুক্রবার থেকে। লকডাউন কার্যকর করতে প্রশাসনের সাথে কাজ করছেন স্বেচ্ছাসেবকরাও। করোনার সংক্রমণ আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নগরীতে কঠোর লকডাউন থাকবে ২০ জুন পর্যন্ত।
এদিকে স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ কঠোর হতে নির্দেশ দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের প্রধান ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম।
নজিবুল ইসলাম বলেন, ‘করোনার সংক্রমণ বাড়লে কক্সবাজার শহরকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। ২০ জুন পর্যন্ত চলবে কঠোর লকডাউন। চিকিৎসা বা ওষুধ কেনা ছাড়া বাকি সব কার্যক্রম বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে কেবল ২ দিন খোলা থাকবে বাজার।’তিনি বলেন, ‘কক্সবাজার পৌর আওয়ামী লীগের ৩৫টি টিমের ১৮০ জন সেচ্ছাসেবক লকডাউন বাস্তবায়ন করতে মাঠে নেমেছে। শুক্রবার থেকে স্বেচ্ছাসেবকরা আরও কঠোর হবেন। যদি কেউ বিনা কারণে ঘর থেকে বের হন তাহলে তাদের ঘরে ফিরে যেতে বাধ্য করা হবে। ’