প্রকাশিত: ১৫/০৭/২০১৮ ৪:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪১ এএম

চকরিয়া প্রতিনিধি- কক্সবাজারের চকরিয়ায় ছৈয়দুল করিম (৩০) নামের এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৯টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব মসজিদপাড়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত ছৈয়দুল করিম ওই এলাকার ফজলুল করিমের ছেলে।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার রাতে চিংড়ি ঘেরে একদল ডাকাত হামলা চালিয়ে মাছ ও জাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের এলোপাতাড়ি গুলিতে চার চিংড়ি শ্রমিক আহত হয়। এসময় নিহত ছৈয়দুল করিমকে ডাকাতরা অপহরণ করে নিয়ে যায়। পরে রবিবার সকালে খুটাখালী ইউনিয়নের পূর্ব মসজিদপাড়া এলাকা থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.আফরুজুল টুটুল বিষয়টি নিশ্চিত করে বলেন,‘গত শুক্রবার ডাকাতি নয়, ওই চিংড়ি ঘেরের আধিপত্য নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পর থেকে ছৈয়দুল করিম নিখোঁজ ছিল। পুলিশ রবিবার সকালে তার মৃতদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে এবং অপরাধিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশের ওই কর্মকর্তা জানান।

পাঠকের মতামত

কক্সবাজারে জামায়াত: “বিশ্বাসযোগ্য নির্বাচন না হলে জুলাই জাগরণ নেমে আসবে”

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত রোড ম্যাপের ...

কক্সবাজারে নেতাদের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন: এনসিপি

নেতাদের কক্সবাজারে অবকাশযাপনের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ...

পদযাত্রায় টায়ার্ড, জাস্ট একটু কক্সবাজার ঘুরতে আসছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বৈঠকের গুঞ্জন ...

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে চকরিয়ায় জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক ...